আন্তর্জাতিক

সরকারি বাস ধ্বংস করেছে বিদ্রোহীরা : রাশিয়া

এবিএনএ : বিদ্রোহীদের আত্মসমর্পণের পর তাদের পরিবহনের জন্যে আনা সরকারি বাসটি ধ্বংস করেছে বিদ্রোহীরা। হঠাৎ করেই তারা আবারো আক্রমণ চালানো শুরু করে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ।

এ সময় তারা আরো জানায়, বিদ্রোহীরা চুক্তি ভঙ্গ করে আক্রমণ করায় তাদের পাল্টা জবাব দিয়েছে সিরিয়ান সরকারি বাহিনী। এ বিষয়ে রাশিয়া আরো জানায়, বিদ্রোহীরা পূর্ব আলেপ্পো ও আশপাশের অঞ্চল থেকে যে হামলা চালাচ্ছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আগামী ২-৩ দিনের মধ্যে।

বিবিসি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের পরিবহনের জন্য একটি সরকারি বাস সালাহউদ্দিন নামে পরিচিত একটি স্থানের নিকটে এনে রাখে। বিদ্রোহীদের যে সময় সেখান থেকে পরিবহন করার কথা ছিল, তারা সেই সময় বাসে আরোহণ করেনি। পরবর্তীতে মর্টার শেল দিয়ে হঠাৎ করেই তারা বাসটি ধ্বংস করে দেয় এবং গুলি চালাতে থাকে। এর উত্তরে সিরিয়ান সরকার সমর্থিত সৈন্যরাও পাল্টা জবাব দেয়। এ ঘটনায় সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত জানায়নি রাশিয়া।

Share this content:

Related Articles

Back to top button