আন্তর্জাতিকলিড নিউজ

‘সবকিছু থেকে বিচ্ছিন্ন’ কাশ্মীর

এবিএনএ : বিশেষ মর্যাদা তুলে নেয়ার একদিন পরেও প্রায় সবকিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ভারত শাসিত কাশ্মীর। গত রবিবার সন্ধ্যা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কাশ্মীরের টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ যা এখনও ঠিক করে দেয়া হয়নি। বর্তমানে কাশ্মীরের রাস্তায় টহল দিচ্ছে হাজার হাজার সেনা।

সংসদে ঘোষণা দেয়ার কয়েকদিন আগে ঐ অঞ্চলে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হয়। পর্যটকদের ঐ এলাকা ছেড়ে যেতে বলা হয়, হিন্দু তীর্থযাত্রীদেরও নির্দেশ দেয়া হয় ঘরে ফিরে যেতে। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ। এছাড়া গতকাল ৩৭০ ধারা বিলোপ করার পর কাশ্মীরে আরও ৮ হাজার সেনা মোতায়েন করা হয়। সেইসঙ্গে রাজধানী শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Share this content:

Back to top button