খেলাধুলা

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

এ বি এন এ : আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, সেটা জানা ছিল আগেই। এবার চূড়ান্ত হলো সেই সফরের সূচি। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওযানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান। এই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে মাসব্যাপী এই সফর।

 

 

 

 

 

                              পূর্ণাঙ্গ সূচি

তারিখ                     ম্যাচ                          ভেন্যু

২৬ ডিসেম্বর          ১ম ওয়ানডে           হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

২৯ ডিসেম্বর          ২য় ওয়ানডে           স্যাক্সটন ওভাল, নেলসন

৩১ ডিসেম্বর         ৩য় ওয়ানডে            স্যাক্সটন ওভাল, নেলসন

৩ জানুয়ারি          ১ম টি-টোয়েন্টি        ম্যাকলিন পার্ক, নেপিয়ার

৬ জানুয়ারি          ২য় টি-টোয়েন্টি        বে ওভাল, মাউন্ট মনগানুই

৮ জানুয়ারি          ৩য় টি-টোয়েন্টি       বে ওভাল, মাউন্ট মনগানুই

১২-১৬ জানুয়ারি   ১ম টেস্ট               বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

২০-২৪ জানুয়ারি    ২য় টেস্ট               হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

Share this content:

Back to top button