
এবিএনএ: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকরা। শনিবার দুপুর একটার দিকে তার কর্মী-সমর্থকরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে মিলনের জায়গায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। নেতাকর্মীদের দাবি, মোশাররফ হোসেন এলাকায় পরিচিত নন এবং দলের তৃণমূলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। এ বিষয়ে জানতে চাইলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।
Share this content: