জাতীয়বাংলাদেশলিড নিউজ

শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তাচুক্তি: নরেন্দ্র মোদী

এবিএনএ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ়তার সঙ্গে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে।
শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় দুই ঘণ্টার দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মোদী বলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিম বাংলা সরকারের মমতা ব্যানার্জির মনে।
তিস্তাচুক্তি, গঙ্গ ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থা সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে নরেন্দ্র মোদী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই বৈঠক দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধনকে আরো জোরলো করবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ভারতের কাছে অনুপ্রেরণা।

Share this content:

Related Articles

Back to top button