জাতীয়বাংলাদেশলিড নিউজ

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ, গোলাগুলি

এবিএনএ : মৌলভীবাজারের পৃথক দুটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ও গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বড়হাট এলাকার দ্বিতল বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার একতলার বাড়িটি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।
সূত্র জানায়, এই দুই বাড়ির মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বাড়ি দুটি লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের। দুটো বাড়িই ভাড়া দেয়া। কোনোটিতে মালিকপক্ষের কেউ থাকেন না।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল যুগান্তরকে জানান, ওই দুই জঙ্গি আস্তানা ঘিরে রাখার চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় বাহাদুরপুর গ্রামের একতলা বাড়ি থেকে জঙ্গিরা র‌্যাব-পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশ ও কয়েক রাউন্ড গুলি চালায়।
এদিকে পৌরসভার বড়হাটে দ্বিতল বাড়ি থেকেও জঙ্গিরা তিনটা গ্রেনেড ছোঁড়ে। এরমধ্যে দুইটির বিস্ফোরণ হয়। জবাবে পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।
পুলিশ সুপার বলেন, দুটি আস্তানা কড়া নিরাপত্তায় ঘেরাও করে রাখা হয়েছে। ভোর রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button