আমেরিকালিড নিউজ

ট্রাম্পের আরেক উপদেষ্টার ‘পদত্যাগ’

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তার উপ-উপদেষ্টা কে টি ম্যাকফারল্যান্ডকে রোববার পদত্যাগ করতে বলা হয়েছে। মাত্র তিন মাস হয়েছে, এই পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। ফক্স নিউজের প্রাক্তন এই বিশ্লেষক ম্যাকফারল্যান্ডকে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্লুমবার্গ ও রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যাননকে জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে ট্রাম্প সরিয়ে দেওয়ার কয়েক দিন পর আবার পরিবর্তন হলো এই পরিষদে। সরিয়ে দেওয়া হলো ম্যাকফারল্যান্ডকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ে পরামর্শ দিয়েছে থাকে এনএসসি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর এনএসসি নিয়ে তাকে বিড়ম্বনায় পড়তে হয়। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় কয়েকবার পরিবর্তন এল এই পরিষদে।
জানুয়ারি মাসে এনএসসিতে স্টিভ ব্যাননের নিয়োগে আশঙ্কা তৈরি হয়, গোয়েন্দা প্রধানদের তিনি ‘রাজনীতিকরণ’ করতে পারেন। অবশেষ তাকে এই পরিষদ থেকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। এর আগে মাত্র তিন সপ্তাহ তিন দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তার কথোপকথন নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ভুল তথ্য দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টার তার পূর্বসূরি মাইকেল ফ্লিনের সাজানো পরিষদ পরিবর্তন করে নিজের মতো গুছিয়ে নিচ্ছেন।

Share this content:

Back to top button