
এবিএনএ : প্রথমবারের মতো সম্প্রসারণ হলো আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভা। একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে মন্ত্রী এবং সংরক্ষিত মহিলা আসনের একজন এমপিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা।
প্রথম দফায় সম্প্রসারণের ফলে ২৫জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীসহ সরকারের টানা তৃতীয় মেয়াদের মন্ত্রীপরিষদের সদস্য সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
Share this content: