লন্ডন হামলা: জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবিএনএ : লন্ডনের একাধিক স্থানের হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে জঙ্গি হামলার পর ব্রিটেন জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জরুরি বৈঠকে বসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
টেমস নদীর উপরে লন্ডন ব্রিজের উপরে নাশকতায় প্রাণ হারিয়েছেন একাধিক সাধারণ মানুষ। লন্ডন শহরেই আরো দুই স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের তথ্য অনুযায়ী আমরা একে সন্ত্রাসী হামলা বলতে পারি। খুব দ্রুতই এর তদন্ত চলছে। পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই।
অন্যদিকে, লন্ডনের একাধিক স্থানে হামলার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘লন্ডনসহ সমগ্র যুক্তরাজ্যকে সাধ্যমতো সাহায্য করবে আমেরিকা। আমরা তোমাদের পাশে আছি। ঈশ্বর মঙ্গল করুন!’
Share this content: