জাতীয়বাংলাদেশলিড নিউজ

সংশোধিত গ্রাম আদালত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন মন্ত্রিসভার

এবিএনএ: ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Share this content:

Back to top button