জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না’

এবিএনএ: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। বুধবার সকাল ১০টায় নাজিম উদ্দিন রোডের অস্থায়ী আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, জনগণের জান-মালের নিরাপত্তার জন্য যা যা করণীয় তার সবকিছুই করা হয়েছে। এ রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। এদিকে ঐতিহাসিক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকা নজরদারিতে রেখেছেন। আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হবে।

Share this content:

Related Articles

Back to top button