এবিএনএ : গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সামরিক অভিযানে রাশিয়ার ৪৩০০ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন। তবে দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি। আল জাজিরা জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুশ সেনা নিহতের খবর দেন। পাশাপাশি তিনি রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবির সতত্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। এ ছাড়া, রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় সামরিক আগ্রাসনের ঘোষণা দেন। তারপর ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। শুক্রবার তার রাজধানীর উত্তর দিক থেকে আক্রমণ শুরু করে। কিন্তু সেখানে ইউক্রেনের সেনাদের তুমুল প্রতিরোধের মুখে রাজধানীতে প্রবেশ করতে পারেনি তারা। তবে, রোববার রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বের দুটি শহর দখল করেছে। ইউক্রেনের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়।
Share this content: