আন্তর্জাতিকলিড নিউজ

রাজবধূর নগ্ন ছবি ছাপায় ক্ষতিপূরণ দাবি

এবিএনএ : ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের নগ্ন ছবি প্রকাশ হওয়ার ঘটনায় দেড় কোটি ইউরো ক্ষতিপূরণ চাইল রাজ পরিবার। বছর কয়েক আগে একটি পত্রিকায় ফাঁস হয়ে গিয়েছিল ব্রিটেনের যুবরাণী কেট মিডলটনের ছবি। আর সেই ছবির জন্যই এবার ক্ষতিপূরণ চাইলেন তারা। ব্যক্তিগত বিষয় ফাঁস করে দেওয়ার জন্যই এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

ফ্রান্সে একটি ব্যক্তিগত ‘শ্যাতো’ বা অট্টালিকায় তাঁরা যখন ছুটি কাটাচ্ছিলেন তখন এই ছবি তোলা হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে ওই ছবি প্রকাশিত হয় ফরাসি সাময়িকী ‘ক্লোসার’ এ। যেখানে দেখা যায় ফ্রান্সের সি বিচে টপলেস হয়ে সানবাথ নিচ্ছেন কেট। এই ঘটনা রীতিমত তোলপাড় ফেলে দেয় ব্রিটেনে। এই মামলা চলছিল বেশ কিছুদিন ধরেই। আর তার ভিত্তিতেই এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ওইসময় ব্রিটেনের রাণী এলিজাবেথের বোন প্রিন্সেস মার্গারেটের ছেলের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। দূর থেকে ‘জুম’ করে তোলা হয়েছিল ছবিটি। প্যারিসের দুটি এজেন্সি এই ছবি তুলেছিল বলে সন্দেহ করা হয়।
ম্যাগাজিনের তরফ থেকে ফটোগ্রাফারের পরিচয় প্রকাশ করা হয়নি। প্রথমে লা প্রভেন্সে ও পরে ক্লোজার ম্যাগাজিনে এই ছবি প্রকাশিত হয়েছিল। ব্রিটেনের কোনও পত্রিকায় ওই ছবি প্রকাশিত হয়নি। ঘটনার পরেই উইলিয়ামস দম্পতি মামলা দায়ের করে।
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের জমকালো আয়োজনে বিয়ে করেন ২০১১ সালে। তাদের বিয়ের অনুষ্ঠান বিশ্বব্যাপী উপভোগ করেছিল ২০০ কোটির বেশি দর্শক।

Share this content:

Back to top button