বাংলাদেশরাজনীতিলিড নিউজ

রাজপথের সব কংক্রিট উড়িয়ে ব্যারিকেড তৈরি করব: রিজভী

এবিএনএ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি না দিলে আর ফুটপাতে প্রতিবাদ নয়, এবার রাজপথের সব কংক্রিট উড়িয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করব। প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা করোনা ও বন্যায় ত্রাণ নিয়ে যাচ্ছেন, এটাই তাদের অপরাধ।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতাসীন ব্যক্তিদের নানা দুর্নীতির বিরুদ্ধে জনগণের মুখ বন্ধ রাখার উদ্দেশ্যেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফরিদপুরের ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত, এটা তো ঢাকতে হবে। ফরিদপুরের দুই আওয়ামী লীগ নেতা ওই শহরে মার্সিডিজ গাড়ি চালায়, এগুলোকে তো ঢাকতে হবে। জেকেজির সাবরিনার ঘটনাকে ঢাকতে হবে, রিজেন্ট হাসপাতালের সাহেদকে তো ঢাকতে হবে, ক্যাসিনোর সম্রাটকে তো ঢাকতে হবে। তাই ছাত্রদলের রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে, তাই ইসহাক সরকারকে দুই বছরের বেশি সময়ে আটকে রাখা হয়েছে। ২০১৮ সালে ইসহাক সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩২৬টি মামলা রয়েছে।
ছাত্রদল নেতা আবদুস সাত্তার পাটোয়ারির সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা আহসান উদ্দিন খান শিপনের পরিচালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের তাইজুল ইসলাম, কারাবন্দি নেতা ইসহাক সরকারের ভাই ইয়াকুব সরকার প্রমুখ বক্তব্য দেন।

Share this content:

Back to top button