জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

খুবির হলে বঙ্গবন্ধুর ম্যুরাল সংস্কারের প্রশংসাপূর্ণ স্মারকপত্র প্রদান

এবিএনএ: খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২০১৫ সালে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি উপাচার্যের একান্ত আগ্রহ ও উদ্যোগে সংস্কারের মাধ্যমে উৎকর্ষ সাধন করা হয়েছে। সংস্কার সম্পন্নের পর গত ২৫ নভেম্বর উপাচার্য এই ম্যুরালটির উদ্বোধন করেন। অত্যন্ত নিখুঁতভাবে কাজটি সংস্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা পলাশ। কাজটি নিপুণভাবে সম্পাদন করায় তাঁকে ২৯ নভেম্বর সোমবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপূর্ণ স্মারকপত্র প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। শিক্ষক মোঃ নাদিমুদ্দৌলা পলাশ এই অনুপ্রেরণা প্রদানের জন্য উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা পলাশ এছাড়াও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থাপিত বঙ্গমাতার ম্যুরালটির নির্মাণশিল্পী। উল্লেখ্য, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০১৫ সালের ২৫ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদ্বোধন করেন।

Share this content:

Back to top button