খেলাধুলালিড নিউজ

আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি : পরিকল্পনামন্ত্রী

এবিএনএ : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মাশরাফি কোন দলের টিকিটে কোন আসন থেকে নির্বাচন করবেন তা খোলাসা করেননি মুস্তফা কামাল।তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই মাশরাফিকে সহায়তা করবেন। যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তার পরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।সংবাদ সম্মেলনে মাশরাফির প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, মাশরাফি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন।নড়াইলের সন্তান মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত। তার নির্বাচন করা নিয়ে গুঞ্জন থাকলেও তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে এ বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে রাজি হবেন কিনা জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।

Share this content:

Related Articles

Back to top button