জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকায় আনা হচ্ছে ওবায়দুলকে

এ বি এন এ : রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় অভিযুক্ত নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তার হওয়া কাটিং মাস্টার ওবায়দুল খানকে ঢাকায় আনা হচ্ছে। আজ বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে নিয়ে নীলফামারীর ডোমার থানা থেকে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে পুলিশের একটি দল। এ কাজে নেতৃত্বে দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক। এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, রিশার হত্যার সন্দেহভাজন আসামি ওবায়দুলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তাকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করার পর দিনাজপুরে পালিয়ে যান। সেখানে পুলিশ হানা দেওয়ার আগেই তিনি পালিয়ে ঠাকুরগাঁও চলে যান। এরপর সেখান থেকে তিনি নীলফামারীতে অবস্থান করেন। জানা গেছে, ওবায়দুলকে ঢাকায় নেওয়ার পর রিশা হত্যা মামলায় আদালতে তোলা হবে। বুধবার (২৪ আগস্ট) পরীক্ষা শেষে স্কুলের সামনের ওভার ব্রিজ দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ রতয়েছে। তাৎক্ষণিক রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবার (২৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়। এ ঘটনায় তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দরজির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে।

Share this content:

Related Articles

Back to top button