
এবিএনএ : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭০ জন। রোববার লেক্সিংটন জেলার শেরিফ বিভাগ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে। রেল সেবা প্রতিষ্ঠান অ্যামট্র্যাক এক বিবৃতিতে জানিয়েছে, ১৩৯ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে যাত্রীবাহী ট্রেনটি নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল। এটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয়।এতে বলা হয়েছে, ‘নিউ ইয়র্ক থেকে মায়ামিগামী অ্যামট্র্যাক ট্রেন ৯১ এর সঙ্গে স্থানীয় সময় রাত ২ টা ৩৫ মিনিটে সাউথ ক্যারোলিনার কেইসিতে মালবাহী সিএসএক্স ট্রেনের সংঘর্ষ হয়। কয়েকটি যাত্রীবাহী বগিসহ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে।’মালবাহী সিএসএক্স ট্রেন থেকে প্রায় পাঁচ হাজার গ্যালন তেল ছড়িয়ে পড়েছে। তবে এতে জননিরপত্তায় কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।লেক্সিংটন জেলার শেরিফ বিভাগ জানিয়েছে, সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে।
Share this content: