জাতীয়বাংলাদেশলিড নিউজ

যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে, ‘নিষেধাজ্ঞা’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

এবিএনএঃ যুক্তরাষ্ট্র থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসছে—রাজনৈতিক মহলে এমন আলোচনা চলছে গত কদিন ধরেই। এই প্রসঙ্গে আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তার কোনো ধারণা নেই। তবে তিনি আশা করেন, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব (নিষেধাজ্ঞা আরোপ) করবে না।

বাংলাদেশের নিযুত সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফেলে দেওয়ার দেশ না। আমরা মোটামুটিভাবে এখন আগের মত দরিদ্র, ক্লিষ্ট, দানের উপরে আমরা থাকি না। আমাদের জাতির গর্ব আছে। আমরা আমাদের ঐতিহ্য ও অবস্থান নিয়ে গর্বিত। আমরা বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশেও আমরা বিজয়ের জাতি, আমরা অর্জন করেছি।

সুতরাং কেউ চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকালেই আমরা ভড়কে যাব, আমরা এমন না। এটা হচ্ছে ইঙ্গিত যে, বাংলাদেশ হচ্ছে বিজয়ের জাতি, আমরা কোনো ধরনের প্রলোভনে, কোনো প্রতিকূল পরিবেশে আমরা ঘাবড়ে যাব না, আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করব, মোকাবিলা করার ক্ষমতা আছে। সেই বক্তব্যটাই বোধহয় বেসিক্যালি বলা হয়েছে।

Share this content:

Back to top button