যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যে উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে।গত শনিবার রাতে উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে গাড়ির ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত বাঁধন পিৎজাহাট ডেলিভারির কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুর চৌরাস্তার টেরিপাড়ায়।সোমবার সকালে উচিটা পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, উচিটা শহরের ৭ হাজার ৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে এক তরুণের লাশ পাওয়া গেছে।পুলিশ জানায় , রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে সেন্টারে না পৌঁছানোয় কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে রোববার বেলা ১১টায় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি ট্যাংক থেকে বাঁধনের লাশ উদ্ধার করে। ওই গাড়িটি নিহতের নিজের বলে নিশ্চিত করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে গাড়ির ট্যাংকে ঢুকিয়ে নিয়ে এ এলাকায় ফেলে গেছে।সোমবার ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর বাঁধনের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে জানিয়েছেন নিহতের সহপাঠীরা।
Share this content: