আন্তর্জাতিকলিড নিউজ

চীনে মার্কিন দূতাবাসের শীর্ষ কূটনীতিকের পদত্যাগ

এবিএনএ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি বিরোধী অবস্থানের প্রেক্ষাপটে চীনে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র‌্যাঙ্ক পদত্যাগ করেছেন। বেইজিংয়ে আমেরিকান এক কর্মকর্তা মঙ্গলবার তার পদত্যাগের খবর নিশ্চিত করেন। বলা হয়, অ্যাম্বাসির চার্জ দ্য’অ্যাফেয়ার্স ডেভিড র‌্যাঙ্ককে (২৭) গত বছরের জানুয়ারি মাসে বেইজিংয়ে দায়িত্ব পালনে নিয়োগ দেয়া হয়। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ম্যারি বেথ পলি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি র‌্যাঙ্কের ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তরে আমরা তার কয়েক বছরের কাজের প্রশংসা করছি।
পলি জানান, মার্কিন দূতাবাস সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে, জনাথন ফ্রিজ চার্জ দ্য’আ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে র‌্যাঙ্কের স্থলাভিষিক্ত হিসেবে স্থায়ীভাবে কবে নাগাদ নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Share this content:

Back to top button