এ বি এন এ : একটি মোটরসাইকেলে যাতে তিনজন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এর একদিন আগে রবিবার চট্টগ্রামে একটি মোটরসাইকেলে তিন আরোহীর হামলায় এসপি বাবুল আক্তারের স্ত্রী নিহত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে মোটরসাইকেলে ৩ জন চলা যাবে না। ৩ জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব। কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।”
এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রসঙ্গত, রবিবার সকালে চট্টগ্রামে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী মিতুকে প্রথমে ছুরিকাঘাত করে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।