আমেরিকা

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় আজিজ (৭২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় গত সোমবার সকালে প্রবাসী আব্দুল আজিজ স্টামফোর্ড শহরের কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরদিন মঙ্গলবার সকালে মারা যান তিনি। স্টামফোর্ডের বাংলাদেশি কমিউনিটির নেতা জাবেদ শফি এবিএনএকে জানান, নিহত আজিজ গত পাঁচ বছর ধরে স্টামফোর্ডের একটি বিল্ডিং ম্যানেজমেন্ট কম্পানিতে রাতের শিফটে কাজ করছিলেন।

গত সোমবার সকালে কাজ শেষ করে সাইডওয়াক দিয়ে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন তিনি। ট্রেসার ব্লুভার্ড ও শেরম্যান ড্রাইভের কাছে রাস্তা পার হওয়ার সময় বিপরিতমুখী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। পরদিন মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল আজিজের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পশ্চিমচাল গ্রামে। ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। প্রথম চার বছর নিউ ইয়র্কেই ছিলেন। এরপর থেকেই কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করছিলেন। তিনি এক ছেলে ও ছয় মেয়ের জনক। স্ত্রী ও সন্তানরা সবাই দেশে। শুধুমাত্র এক মেয়ে কানাডায় রয়েছেন বলে জানা গেছে। নিহত আজিজের মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছেন স্থানীয় কমিউনিটির নেতারা। এদিকে, জেরি ব্যাস্টেইন (২৮) নামের ঘাতক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। আহতাবস্থায় তাকেও স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Share this content:

Related Articles

Back to top button