আন্তর্জাতিকলিড নিউজ

মেক্সিকোতে ছয় ট্রাফিক পুলিশকে হত্যা

এবিএনএ : মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ছয় ট্রাফিক পুলিশ নিহত হয়েছে। শুক্রবার দেশটির সালামানসা শহরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তার বাহিনীর ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। সালামানসা শহরের জ্যেষ্ঠ কর্মকর্তা গুইলিরমো মালদোনাদো জানিয়েছেন, ওই ছয় ট্রাফিক পুলিশ নিয়মিত টহলে বের হয়েছিলেন। ওই সময় তাদের হত্যা করা হয়। দিনেদুপুরে তাদের কেন হত্যা করা হয়েছে তার কারণ জানা যায়নি। মেক্সিকোর সম্প্রচার মাধ্যম টেলিভিসা জানিয়েছে, সাদা গাড়িতে করে আসা কমপক্ষে তিন বন্দুকধারী গুলি ছুড়ে ট্রাফিকদের হত্যা করে দ্রুত পালিয়ে যায়। গত বছর মেক্সিকোতে মানুষ হত্যার সংখ্যা সর্বোচ্চ পর্যাযে পৌঁছেছিল। এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে যেতে শুরু করেছে। প্রসঙ্গত, সালামানসা শহরে রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেমেক্সের ছয়টি শোধনাগার আছে। শহরটিতে তেল চুরি নিয়ে স্থানীয় গ্যাংগুলোর মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।

Share this content:

Related Articles

Back to top button