
এবিএনএ : আজ একুশে বই মেলার তৃতীয় দিন। আজ শুক্রবার ছিল শিশু প্রহর। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হয়। কচিকাচাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলা একাডেমি চত্ত্বর। অভিভাবকদের হাত ধরে মেলার এ প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছে তারা। ছুটির দিন দুপুরের পর থেকেই জমে উঠেছে বইমেলা। হাজার হাজার দর্শনার্থী আর পাঠকের পদচারণায় যেন তিল ধারণের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে।
উদ্ধোধনের পর প্রথম দুই দিন মেলা তেমন জমেনি। তবে আজ শুক্রবার ছুটির দিনে মেলার চিত্র পাল্টে যায়।
Share this content: