জাতীয়বাংলাদেশলিড নিউজ

মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল কার্ড, সম্মানি ভাতা যাবে ব্যাংকে

এবিএনএঃ আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা জি টু পি পদ্ধতিতে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া মুক্তিযোদ্ধাদের দেয়া হবে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ। বুধবার পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যবস্থাসহ সমগ্র দেশটিকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।’

‘আশা করি আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক (এ২চ) পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আজ ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। সেবা সপ্তাহে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। এজন্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থার সবগুলো শাখাকে প্রস্তুত রাখা হবে।

তিনি বলেন, ‘সেবা প্রত্যাশীদের সহজে ও দ্রুততার সাথে সেবা দেয়া হবে। এছাড়া অতি দ্রুত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। বিনামূল্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিচ্ছে সরকার।’ আর বিষয়টি মুক্তিযোদ্ধাদেরকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী র‌্যালি সচিবালয় লিংক রোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে শেষ হয়। র্যা লিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারীরা অংশ নেন। র‌্যালি সমাবেশে সমাপনী বক্তব্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস. এম. আরিফুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

Share this content:

Related Articles

Back to top button