এবিএনএ : প্রতিবাদ, বিক্ষোভ ও আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতায় থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। অবশ্য নির্দিষ্ট সময় পর নির্বাচন আয়োজন করে বেসামরিক প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের কথা জানালেও সেই নির্দিষ্ট মেয়াদের কাল স্পষ্ট করেনি জান্তা। বৃহস্পতিবার জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন এ তথ্য জানিয়েছেন।
জ মিন তুন বলেছেন, ‘একটি নির্দিষ্ট সময় পর’ জান্তা ক্ষমতা ত্যাগের ইচ্ছা রাখে। তবে সেই নির্দিষ্ট সময়টি কবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন দল এনএলডিকে সরিয়ে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে।
দেশটিতে প্রায় এক মাস ধরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ৬০ জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে।