অর্থ বাণিজ্যবাংলাদেশলিড নিউজ

মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবিএনএ : রাজধানীর শেরে বাংলানগরে পর্দা উঠলো ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আমাদের নতুন-নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর সেই পণ্যের বিস্তার ঘটাতে হবে। এই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন দেশের পণ্যের বিনিময় হবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্য বহুমুখী করার সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি খাত উন্মুক্ত করেছি। বিদ্যুত, গ্যাসসহ শিল্প স্থাপনে নানা সুবিধার সৃষ্টি করেছি।

প্রতিবারের মত এবারও মেলায় বিশ্বের বিভিন্ন দেশের স্টল থাকবে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য কিনতে পারবেন।

Share this content:

Related Articles

Back to top button