এবিএনএ : বাংলাদেশের ইসলামিক স্টেট বাংলাদেশসহ (আইএস-বাংলাদেশ) মোট সাতটি গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি ।গতকাল মঙ্গলবার নিজেদের অফিসিয়াল পেজে ওই তালিকা প্রকাশ করে ডিপার্টমেন্ট অব ট্রেজারি। সেখানে বিশ্বের নানা প্রান্তের ৪০ আইএস নেতার নামও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশের নিষিদ্ধ আবু জান্দাল আল বাঙালি, খেলাফত ইন বাংলাদেশ, খেলাফতস সোলজার ইন বাংলাদেশ, ইসলামিক স্টেট বাংলাদেশ, ইসলামিক স্টেট ইন বাংলাদেশ, নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, সোলজার অব খেলাফাত ইন বাংলাদেশ সংগঠনগুলোর নাম বলা হয়। এই সংগঠনগুলোকে এককথায় ইসলামিক স্টেট বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে নাইজেরিয়ার আবু মুসাদ আল-বারনাউই ও সোমালিয়ার মাহাদ মোয়ালিম গ্রুপসহ তালিকাটিতে মিশর, ফিলিপাইন, সোমালিয়া, নাইজেরিয়া,তিউনেশিয়াসহ আফ্রিকার কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে।আইএসের জনবল কমিয়ে আনতে,আর্থিক উৎস বন্ধ করা ও ইন্টারনেটসহ সামাজিকমাধ্যমগুলোতে তাদের মিথ্যা প্রচারণা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিরাপদে থেকেই আইএসকে ধ্বংস করা সম্ভব বলে মনে করছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এদিকে আইএস এর দখলদারিত্বের কারণে বাস্তুচ্যুত হওয়া ইরাক ও সিরিয়ার নাগরিকরাও তাদের বসত ভিটায় ফিরে নতুন জীবন শুরু করতে পারবেন বলে আশা করে যুক্তরাষ্ট্র।গত বছর আইএসের দখলদারিত্ব থেকে প্রায় মুক্তি পায় ইরাক ও সিরিয়া। তবে বর্তমানে গুটিয়ে যাওয়া আইএসকে ছোট করে দেখছে না ওয়াশিংটন। আইএস এখনও বড় ধরনের হামলা চালাতে পারে বলে ধারণা করছে মার্কিন প্রশাসন।