আন্তর্জাতিকলিড নিউজ

নিজের স্বামীর নিহত হওয়ার খবর পাঠ করলেন উপস্থাপক

এবিএনএ : প্রতিদিন হাজারো দুঃসংবাদের সঙ্গে বসবাস সাংবাদিকদের। কিন্তু সেসব সংবাদে আবেগ দেখানোর জায়গা সাংবাদিকের থাকে না। তাকে স্বাভাবিক নিয়মেই পাঠকের কাছে খবর পৌঁছে দিতে হয়। কিন্তু সেই দুঃসংবাদ যদি আসে সবচেয়ে কাছের মানুষটির মৃত্যুর!এমনই এক ঘটনার শিকার হলেন ভারতের ছত্রিশগড়ের একটি সংবাদ উপস্থাপক। সড়ক দুর্ঘটনায় নিহত স্বামীর খবর পড়তে হলো তাকে। সুপ্রিত কাউর নামে ওই উপস্থাপক ছত্তিশগড়ের ‘আইবিসি ২৪’ সংবাদভিত্তিক টিভি চ্যানেলে ২০০৯ সাল থেকে কাজ করেন।

শনিবার যথারীতি খবর পড়ছিলেন সুপ্রিত। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর আসে। চ্যানেলের এক সাংবাদিকের সঙ্গে সুপ্রিত সরাসরি ফোনে যুক্ত হন। তিনি জানতে পারেন, ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার পিঠারাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানাননি সাংবাদিক। তবে দুর্ঘটনার গাড়িটির বর্ণনায় অনেকটাই নিশ্চিত হন যে দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন। কারণ, কয়েকজন সঙ্গীসহ একই পথ দিয়ে তার স্বামীর যাওয়ার কথা। আর তাঁদের গাড়িটাও ছিল রেনো ডাস্টার। খবর শেষ হলে স্টুডিও থেকে বেরিয়ে ওই সাংবাদিককে ফোন করেন। দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্য তাঁর স্বামী হর্ষদ কাওয়াড় রয়েছেন বলে নিশ্চিত হন।

Share this content:

Back to top button