
এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসকে সভাপতি এবং সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে বিএনপির মহিলা দলের সুপার ফাইভ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটি অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে দলটির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্রের ১৩ এবং ৮ (১) ধারার অর্পিত ক্ষমতাবলে দলের চেয়ারপারসনের নির্দেশে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।’
এদিকে মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি করা হয়েছে পেয়ারা মোস্তফাকে। আর সাধারন সম্পাদক পদ পেয়েছেন আমেনা বেগম।
এছাড়া মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি, রোকেয়া বেগম তামান্না এবং রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।
মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটিতে রাজিয়া আলিম সভাপতি, আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি, শামসুন নাহার বেগম সাধারণ সম্পাদক এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।
Share this content: