মরুভূমিতে পোশাকবিহীন ব্রিটনি!

এবিএনএ : ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যে কজন হাতে গোনা নারী পপ তারকা বিশ্বে সফলতা ও জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে ব্রিটনি স্পিয়ার্স অন্যতম। গানের বাইরেও মাঝে মধ্যে ব্যাক্তিগত বিষয়ের মাধ্যমেও মিডিয়ার সংবাদে পরিণত হয়েছেন তিনি। কখনও স্ক্যান্ডাল আবার কখনও তার নগ্নতা নিয়ে বিতর্ক কিংবা সমালোচনা কম হয়নি। এবার সেরকমই আরেকটি কা- ঘটালেন ব্রিটনি। সম্প্রতি নিজের টুইটারে একেবারেই একটি নগ্ন ছবি পোস্ট করেছেন তিনি। এরই মধ্যে তার এ ছবিটি ভাইরাল হয়ে গেছে অনলাইনে। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় চলে আসলেন তিনি। এ ছবিটিতে দেখা যাচ্ছে একটি মরুভূমিতে একেবারেই কোন পোশাকবিহীন বসে আছেন তিনি। তবে ছবিতে ব্রিটনির এই নগ্নতাকে বেশ শৈল্পিকভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এ ছবি পোস্টের পর থেকেই টুইটারে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বলছেন এমন শৈল্পিক রুপে অসাধারণ লাগছে ব্রিটনিকে। আবার অনেকে বলছেন এ পর্যায়ে এসে এরকম নগ্ন ছবি না তুললেও পারতেন ব্রিটনি। তবে আলোচনা-সমালোচনা যাই হোক তাতে পাত্তা দিচ্ছেন না ব্রিটনি। বরংচ নিজের নতুন অ্যালবামের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন।
Share this content: