আন্তর্জাতিকলিড নিউজ

সব রোহিঙ্গা জঙ্গি নয়: মমতা

এবিএনএ : সব রোহিঙ্গা জঙ্গি নয়। সাধারণ মানুষ আর জঙ্গি এক নয়। রোহিঙ্গাদের মধ্যে কোনো জঙ্গি থাকলে সরকার ব্যবস্থা নেবে। তবে এর জন্য সাধারণ রোহিঙ্গারা যাতে কষ্ট না পান, সেটা দেখা উচিত। রোহিঙ্গাকে বের করে দেওয়া হলে মানবাধিকার বিপন্ন হবে। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আদালতের বিচারাধীন বিষয়। এটা নিয়ে মন্তব্য করা উচিত নয়। তবে দিল্লি বলেছে রোহিঙ্গারা যারা ভারতে এসেছে তাদের তালিকা তৈরি করে ফেরত পাঠাতে। পশ্চিমবঙ্গের শিশু অধিকার রক্ষা কমিশন রয়েছে। তারা রোহিঙ্গা শিশুদের মায়ানমারে ফেরত পাঠাতে রাজি নয়। মমতা ব্যানার্জি মনে করেন, সাধারণ মানুষ আর জঙ্গি এক নয়। তিনি বলেন, জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করবো না। ওদের মধ্যে কোনো জঙ্গি থাকলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। তবে মানবিকতা নিয়ে কোনোরকম সমঝোতা করা উচিত নয়।

Share this content:

Related Articles

Back to top button