বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মনোনয়ন বাণিজ্যের কারনে বিএনপি সেক্রেটারি জেনারেল অফিসে হামলা  -ওবায়দুল কাদের

এবিএনএ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন বাণিজ্যের কারনে মনোনয়ন বঞ্চিতরা বিএনপির সেক্রেটারি জেনারেলের অফিসে হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোন অভিযোগ নেই। মন্ত্রি পরিষদের আকার ছোট বড় করার এখতিয়ার ক্যাবল মাত্র প্রধানমন্ত্রীর । তবে টেকনোক্রেট কোন মন্ত্রী ৯ তারিখের পর থেকে মন্ত্রি পরিষদে থাকছেন না। 
 
তিনি আজ শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবির হাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ছুন্নার দীঘি মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় লোকজনের সাথে দেখা করতে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিএনপির দাবি অনুযায়ী দন্ডিত বেগম খালেদা জিয়াকে নির্বাচন করার জন্য সাজা মওকুফ করে দেয়ার কোন সুযোগ নেই। আদালতের আদেশ লঙ্গণ করার ক্ষমতা কারো নেই।
 
ওবায়দুল কাদের আরো বলেন, ব্যারিস্টার মওদুদ জনপ্রিয়তা হারিয়েছে। জনগন তার সাথে নেই, তাই ককটেল পাঠিয়ে জনগনের দৃষ্টি আকর্ষন করছে। মুলত তার দলের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যের উপর দোষ চাপাচ্ছে। তিনি নির্বাচনী শোডাউন নামে আচরন বিধি লংঘন করেছেন।
 
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা: এবিএম জাফর উল্যাহ, কবির হাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, ডা: এ কেএম জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

Share this content:

Back to top button