আমেরিকালিড নিউজ

মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উধবোদ্বন উপলক্ষে সভাপতি ড.সিদ্দিকুর রহমান ফ্লোরিডা সাংগঠনিক সফর

এবিএনএ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান মহান স্বাধীনতা দিবস , জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে , ও  ২৪ এপ্রিল বঙ্গবন্ধু সেটেলাইট উধবোদ্বন উপলক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে  গত ৩০ মার্চ ফ্লোরিডায় সাংগঠনিক সফর। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান ও শাহানারা রহমানকে  স্বাগত জানাতে ফ্লোরিডা পামবীচ এয়ারপোর্টে উপস্হীত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহামন, নাফিজ জুয়েল, মোঃ মুজিব উদ্দিন, সাইফুল্লা চৌধুরী লাবু, কুদরত মোহাম্মাদ ও প্রমূখ। শুক্রবার ও শনিবার ফ্লোরিডায়াতে স্বাধীনতা দিবস পালন করতে প্রথমে মায়ামী আওয়ামী লীগ এবং শনিবার ওরল্যান্ডো আওয়ামী লীগে  আলোচনা সভায় যোগ দিবেন।  মহান স্বাধীনতা দিবস , জাতীয় গনহত্যা দিবস শেষে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের সর্বশেষ অগ্রগতি দেখতে ও আগামী ২৪ এপ্রিল  সেটেলাইট উধবোদ্বন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে উপলক্ষে ফ্লোরিডায়ার  স্থানীয় নেতৃবৃন্দের সাথে  আলোচনা করবেন।

Share this content:

Related Articles

Back to top button