আন্তর্জাতিক

ভুয়া মার্কিন দূতাবাসে বৈধ ভিসা!

এবিএনএ : ঘানার রাজধানী আক্রায় প্রায় এক দশক ধরে ভুয়া মার্কিন দূতাবাস স্থাপন করে সেখান থেকে দেয়া হচ্ছিল বৈধ ভিসা। অর্থের বিনিময়ে জাল পরিচয়পত্রও সরবরাহ হতো। এই দীর্ঘ সময়েও বিষয়টি কারও নজরে আসেনি। অবশেষে সেই দূতাবাসটি বন্ধ করে দেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটি দেখলে কিছুতেই বোঝার উপায় ছিল না এটি ভুয়া দূতাবাস। ঢেউ করা লোহার ছাদ বিশিষ্ট গোলাপী রঙের একটি দোতলা ভবন।   বাইরে উড়ছে যুক্তরাষ্ট্রের পতাকা। আর ভেতরে টানানো প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি। যুক্তরাষ্ট্রের দূতাবাসের আদলে যাবতীয় আয়োজন। গত প্রায় এক দশক ধরে ঘানার রাজধানী আক্রায় এভাবে সবাইকে ধোঁকা দিয়ে ভিসা ইস্যু করে আসছিল এই ভুয়া মার্কিন দূতাবাস।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, ভুয়া মার্কিন দূতাবাসটি এই গ্রীষ্মে বন্ধ করে দেয়া হয়। এতে বলা হয়, ‘এটি যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক পরিচালিত ছিল না। ঘানা এবং তুরস্কের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্রের কিছু সদস্য এবং অভিবাসন ও ফৌজদারি আইনের ঘানার একজন অ্যাটর্নি জেনারেল এটি চালাতো। ‘

ওই তুর্কি নাগরিকরা ইংরেজি এবং ডাচ বলতে পারতো। তারাই নিজেদের কনস্যুলার এবং স্টাফ পরিচয় দিয়ে এর কর্মকাণ্ড পরিচালনা করতো।

ওই ভবনে অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ভারত, দক্ষিণ আফ্রিকা ও শেনজেন জোনের বৈধ ও জাল ভিসা এবং ১০টি দেশের ১৫০টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

নেদারল্যান্ডসেরও একটি ভুয়া দূতাবাসের খোঁজ মিলেছে। তবে রবিবার নাগাদ দেশটির কোনো কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

Share this content:

Related Articles

Back to top button