খেলাধুলা

‘বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে’

এবিএনএ : সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। কিন্তু তার আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন।

তিনি সরাসরি জানিয়ে দিলেন, বাংলাদেশকে হারানো কঠিন হবে।

কেন উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশ নিজ দেশের মাটিতে গত বেশ কিছুদিন ধরে খুবই ভালো পারফর্মেন্স করে আসছে। নিজেদের মাটিতে তারা যে কোন দলকেই হারিয়ে দিতে সক্ষম। আর দেশের বাইরেও তারা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিচ্ছে। ফলে তাদের হারানো কঠিন হবে। ’

এই কিউই অধিনায়ক আরও বলেন, ‘প্রতি বছর একটু একটু করে ওরা নিজেদের উন্নতি করছে। ফলে, বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা খেলার কোনো বিকল্প নেই। ওদের হারানো মোটেই সহজ হবে না। ’

Share this content:

Back to top button