বিনোদন
‘বেওয়াচ’ ট্রেলারে প্রিয়াঙ্কার এক ঝলক

এবিএনএ : প্রকাশিত হলো বহুপ্রতীক্ষিত সিনেমা ‘বেওয়াচ’ এর অফিসিয়াল ট্রেলার। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবির ট্রেলারটি শুরু হয়েছে ডোয়াইনি ‘দ্য রক’ জনসনের একটি দৃশ্য দিয়ে।
প্রিয়াঙ্কার এই হলিউড অভিষেক নিয়ে ভারতীয়দের ব্যাপক কৌতূহল রয়েছে। ট্রেলারে প্রিয়াঙ্কার এক ঝলকের অ্যাপিয়ারেন্সে সেই কৌতূহলের সিকিভাগও মিটবে না।
২ সেকেন্ডের দৃশ্যটি পলক ফেলার আগেই উধাও। তবে সেই এক ঝলকেই নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’র পরের ট্রেলারগুলিতে কোয়ান্টিকো গার্লকে আরও বেশি করে দেখা যাবে বলে আশায় রয়েছেন তার অনুরাগীরা। ছবিটি মুক্তি পাচ্ছে সামনের বছর ২৬ মে।
Share this content: