আমেরিকালিড নিউজ

ফ্লোরিডায় ইরমার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হারিকেন ইরমার আঘাতে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এটি গত সপ্তাহে এই রাজ্যে আঘাত হানে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লোরিডা জরুরি ব্যবস্থাপনা বিভাগ সরকারিভাবে মৃতের সংখ্যা ৩৪ বলে উল্লেখ করলেও, সেখানে আরো আটজন এবং উত্তর মিয়ামির একটি নার্সিং হোমে অপর আটজনের মৃত্যু তথ্য সরকারি হিসেবের সঙ্গে যোগ করা হয়নি।
এদিকে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, হারিকেন ইরমার আঘাতে সেখানকার এক চতুর্থাংশ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

Share this content:

Related Articles

Back to top button