
ফারুক হাসান বলেন,তারুণ্যের ইশতেহার আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবো। এটা বিশেষ কোনো রাজনৈতিক দলের কাছে নয়। তরুণদের মতামত নিয়ে আমরা এ ইশতেহার তৈরি করেছি। ‘আশা করি, এ ইশতেহারকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরি করবে।,’ যোগ করেন তিনি।
Share this content: