জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিজিবিতে যুক্ত হচ্ছে চারটি হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বাড়ানো জন্য এই বাহিনীতে যোগ হচ্ছে হেলি উইং শাখা এবং চারটি হেলিকপ্টার। আজ বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল এ তথ্য জানান। তিনি বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিজিবির চোখ এড়িয়ে সীমান্তে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। বিজিবির ঝুঁকিভাতা ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। সেই ভাতা নতুন করে কার্যকরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বিজিবির প্রশংসা করে বলেন, অনেক সময় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে মাদক ও চোরাচালানের বিভিন্ন পণ্য দেশে ঢুকে পরলেও বিজিবির তৎপড়তায় সেগুলো ধরা পড়ে। এটা আমাদের গর্বের বিষয়। বিজিবি কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাচ ও পদোন্নতির বিষয়টি বিবেচনাধীন বলে জানান মন্ত্রী। এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গেল বছরের ডিসেম্বরেই এক সংবাদ সম্মেলনে এই নতুন উইংয়ের ঘোষণা দিয়েছিলনে।

Share this content:

Related Articles

Back to top button