এ বি এন এ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫০২-সদস্যের জাম্বো জেট সাইজ-এর জাতীয় নির্বাহী কমিটি গঠন করে বিএনপি তার নিজের গঠনতন্ত্র লংঘন করেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে কাদের বলেন, মীর্জা ফখরুল (ইসলাম আলমগীর) বলেছেন, তারা (বিএনপি) এই ৫০২ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন… বিএনপির গঠনতন্ত্র লংঘন করে তারা কমিটি করেছেন। গঠনতন্ত্রে ৪৪৮ সদস্যের কথা উল্লেখ রয়েছে। কাদের বলেন, বিএনপি অতীতে অনেকবার দেশের সংবিধান লংঘন করেছে। এবার লংঘন করেছে নিজেদের দলের সংবিধান। এটা এ বছরের সেরা তামাশা। বিএনপি মহাসচিব দলের জাতীয় কাউন্সিল গঠনের ৪ মাস পর গতকাল ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির ঘোষণা দেন। পাশাপাশি স্থায়ী কমিটি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন। জঙ্গি হামলার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গঠনে বিএনপির আহ্বান সম্পর্কে তিনি বলেন, আমরা যখন শোক দিবস পালন করি, তখন আপনি (বেগম খালেদা জিয়া) আপনার জন্মদিনের উৎসব পালনের জন্য কেক কাটেন- এতে ঐক্য হয় কেমন করে। তিনি আরো বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুনর্বাসিত করে এবং যারা ২১ আগস্টের গ্রেনেড হামলা চালায় তাদের সঙ্গে আমরা কিভাবে ঐক্য গড়ি। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনও বক্তৃতা করেন।