‘বাহুবলী ২’র টিজার প্রকাশ (ভিডিও)

এবিএনএ : বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির পরই জানানো হয় এটা ছিল প্রথম পার্ট। ২০১৭ সালে আসবে এর দ্বিতীয় পার্ট। তখন থেকেই দর্শকদের আগ্র্রহের কেন্দ্রবিন্দুতে বাহুবলীর সিক্যুয়াল। বাহুবলীর সিক্যুয়ালের নাম দেয়া হয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলী ২’।
আর এক মাস পর মুক্তি পাবে এই সিনেমা। ১৬ মার্চ মুক্তি দেয়া হবে সিনেমার ট্রেলার। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকে ‘বাহুবলী ২’-এর নানা ছবি প্রকাশ পেয়েছে। কিন্তু, এর অধিকাংশটাই স্থিরচিত্র। মাঝে একবার চোরাগোপ্তাভাবে ‘বাহুবলী ২’-এর শেষের দিকের কিছু অংশের ভিডিও ইন্টারনেটে প্রকাশ হয়েছিল। কিন্তু, সেই ভিডিওর মান এতটাই খারাপ ছিল যে তা থেকে কিছুই বোঝা যায়নি।
রোববার প্রকাশ পেয়েছে ‘বাহুবলী ২’র টিজার। যেখানে জানানো হয়-আগামী ১৬ মার্চ ছবির ট্রেলার প্রকাশ করা হবে। টিজারে রক্তাক্ত অবস্থায় সিনেমার নায়ক প্রভাষকে দেখা গেছে। বাহুবলী-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। এতে প্রভাষ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণা প্রমুখ।
Share this content: