আন্তর্জাতিক

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

এবিএনএ : ইরাকের রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। একটি বিক্ষোভ চলাকালে সংঘর্ষের কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

গ্রিন জোনে রকেট হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন ছাড়াও বিদেশি দূতাবাস রয়েছে। এর আগে শনিবার নির্বাচন সংস্কারের দাবিতে কয়েক হাজার বিক্ষোভকারী ওই এলাকায় হামলা চালাতে চেষ্টা করে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ২শ’ লোক আহত হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই শিয়া আলেম ও নেতা মোক্তাদা আল-সদরের অনুসারী।

বিক্ষোভকারীরা জানিয়েছে, নির্বাচন কমিশনের সকল সদস্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত। তাই এই কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয়।শনিবার ওই এলাকায় কে বা কারা রকেট নিক্ষেপ করেছে তা জানা যায়নি।

Share this content:

Related Articles

Back to top button