
আটলানটিক সিটি, ইউ,এস,এ থেকে মহম্মদ সুমন :
বাগেরহাটে মাই টিভির জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বাগেরহাট জেলা শাখার সহ সম্পাদক রিফাত আল মাহামুদকে পুলিশ কতৃক নির্মম ভাবে নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অামিরিকা
অাটলানটিক সিটি প্রেসক্লাব ক্লাব নেতৃবিন্দ। তারা বলেন সাংবাদিকরা কোন কিছুর বিনিময় ছাড়া রাষ্ট্রের হয়ে কাজ করছেন।
বিএমএসএফ’র বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জানিয়েছেন, ১৩ এপ্রিল সোমবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী বাজারে রিফাত সংবাদকর্মী পরিচয় দেয়ার পরও মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট ফাঁড়ির দুই পুলিশ সদস্য এএসআই সাখাওয়াত হোসেন এবং কনষ্টবল ফয়েজ তার ওপর চড়াও হয়ে পেটাতে শুরু করে। তাকে এলোপাথারি পিটিয়ে মাটিতে লুটিয়ে ফেলে। এই জগন্য ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সকলকে অাইনের অাওতায় এন শাস্তি দেওয়ার দাবী জানান আটলান্টিক সিটি প্রেস ক্লাবের কমকর্তা বৃন্দ। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব এর সভাপতি অাকবর হোসাইন, সাধারণ সম্পাদক মহম্মদ শাহিন, সদস্য সুব্রত চৌধুরী শেখ শওকত শিমুল, মহম্মদ সুমন প্রমুখ। অন্যদিকে
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর পুলিশের এই বর্বরোচিত হামলাসহ দেশে প্রতিনিয়ত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে পুলিশের নবনিযুক্ত আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টান্তমূলক বিচারের অপেক্ষায় থাকার জন্য দেশের সকল সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। রিফাতের উপর নির্যাতনের নিন্দা ও বিচারের দাবী করেছেন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি শাহ আলম টুকু, সহ সভাপতি আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান,অর্থ সম্পাদক ইয়ামিন আলি সহ ফোরামের সদস্যবৃন্দ।
Share this content: