জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এবিএনএ: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় উপজেলার ঢাকা–মাওয়া মহাসড়কের পিলজং ইউনিয়নের কলমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফকিরহাট হাইওয়ে থানার ওসি মলায়েন্দ্র চন্দ্র রায় জানান, দুপুরের দিকে খুলনা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ফকিরহাটের কলমের দোকানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক কামরুজ্জামানসহ (৩৭) বাসের অজ্ঞাতনামা দুই যাত্রী নিহত ও ১৫-১৬ যাত্রী আহত হন।সংঘর্ষে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে পরিবহনের মধ্যে থাকা গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত কামরুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলায় তবে নিহত অপর দুই যাত্রীর পাওয়া যায়নি বলে ওসি মলায়েন্দ্র চন্দ্র রায় জানান।

Share this content:

Back to top button