জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাইপাইল খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; নারীর মৃত্যু ও আহত ২

এবিএনএ : আশু‌লিয়ার বাইপাইল এলাকায় খাবার হো‌টে‌লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে  নারীরমৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হয়েছে অঅরও দুইজন। আহতের উদ্ধার করে স্থানয়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত সা‌ড়ে বারটার দি‌কে আশু‌লিয়ার বাইপাইলে ক‌রিম সুপার মা‌র্কে‌টের মা হো‌টে‌লে এ ঘটনা ঘ‌টে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নির্বাপনে কাজ করে। প্রাথ‌মিকভা‌বে নিহ‌তের প‌রিচয় পাওয়া যায়‌নি।

আশুলিয়া থানার এস আই আবদুল আজিজ জানান, রা‌তে বাবু‌র্চি ও তার নারী সহ‌যো‌গি‌কে নি‌য়ে সকা‌লে নাস্তা তৈরী কর‌ছিল। এসময় রান্নাঘ‌রে থাকা গ্যাস লিক হ‌য়ে বিস্ফোরিত হয়ে আগু‌নের সূত্রপাত ঘ‌টে। এসময় বৈ‌দ্যুৎ‌তিক তা‌রে জ‌ড়ি‌য়ে পরার বের হ‌তে পা‌রে‌নি ঐ নারী। এতে অ‌গ্নিদগ্ধ হ‌য়ে ঘটনাস্থ‌লে নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার ক‌রা হয়েছে। এছাড়া তার প‌রিচয় জানার চেষ্টা চল‌ছে।

Share this content:

Related Articles

Back to top button