আমেরিকালিড নিউজ

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে মার্কিন জনপ্রতিনিধিদের অভিনন্দন

এবিএনএ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের অভাবনীয় উন্নয়নের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন জনপ্রতিনিধি।

নিউইয়র্কে করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারির পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক ২৬ মার্চ দুপুর ১২টায় (নিউইয়র্ক সময়) ভার্চুয়ালি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করবে।

এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু এবং কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডসসহ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/কনসাল জেনারেলদের বক্তব্য প্রচারিত হবে। এছাড়াও এ অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

Share this content:

Back to top button