
এবিএনএ : রাজধানীর বানানীর ১৭ নম্বর সড়কের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) পাশে বসতি হরাইজন টাওয়ার নামের ওই ভবনে আগুন লেগেছে।
সোমবার বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ভবনটিতে অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম, দৈনিক খোলাকাগজ এবং নীলসাগর গ্রুপের কার্যালয় অবস্থিত। জানা গেছে, ভবনটির নীচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে দোতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে বহুমানুষ আটকা পড়ে আছে।
Share this content: