এবিএনএ : ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের বিরুদ্ধে ঘোর আপত্তি তুলেছেন সাবেক বলিউড বিশ্ব সুন্দরী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে টিভিতে প্রচারিত বিভিন্ন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রতি তার আপত্তির কথা জানান নায়িকা। সাক্ষাৎকারে তিনি এসব বিজ্ঞাপনের কঠোর সমালোচনাও করেন।
তিনি বলেন, ‘এই ধরনের বিজ্ঞাপনগুলি গায়ের রং নিয়ে বৈষম্য আরও বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষ এখন সেলিব্রিটিদের অনুসরণ করতে চায়। গায়ের রং নিয়েও সবাই এখন বেশ সচেতন। যার ফলে ফর্সা, সুন্দরী হওয়ার ইঁদুর দৌড়ে তরণীদের মধ্যে মানসিক অবসাদ দিন দিন বেড়েই চলছে।’
প্রিয়াংকা আরও বলেন, টিনএজে তিনিও একবার ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন। যার জন্য এখন তিনি অনুতপ্ত। প্রত্যেক মানুষেরই তার নিজের সৌন্দর্য নিয়েই খুশি থাকা উচিত। তাতে আত্মবিশ্বাস অনেক বাড়ে।’
টিভিতে সবচেয়ে বেশি টিআরপি ওঠে যেকোনো ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস জেলের বিজ্ঞাপনে। এসব বিজ্ঞাপনে যখন ফলাও করে প্রচার করা হয় যে ওমুক নায়িকার তরতাজা ত্বকের রহস্যের পিছনে আছে ওমুক বিশেষ ক্রিমের অবদান, তখনই হুড়মুড়িয়ে বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। ফর্সা, সুন্দর ত্বকের জন্য মরিয়া এখন আট থেকে আশি বয়সের নারী-পুরুষ সবাই। তবে যে যতই আপত্তি তুলুক তাতে কি ক্রিম কোম্পানিসহ সর্বসাধারনের টনক নড়বে?